শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

ভোট দিয়ে যা বললেন মাশরাফি

ভোট দিয়ে যা বললেন মাশরাফি

স্বদেশ ডেস্ক:

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা ভোট দিয়েছেন। আজ রবিবার সকাল পৌনে ১১ টায় নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট দানের পর উপস্থিত সাংবাদিকের মাশরাফি বলেন, ‘ভোটার উপস্থিতি নিয়ে এখন পর্যন্ত আমি সন্তুষ্ট। তবে শীতের সকালে কিছুটা কম উপস্থিত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বাড়বে বলে মনে করি।’

নিজের জয়ের ব্যাপারে আশাবাদী হলেও শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান মাশরাফি।

মাশরাফির আসনে (নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া) মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন। এ আসনে ১৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৮০৪টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।

এই আসনে মাশরাফি ছাড়াও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), এনপিপির মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ), ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার) ও স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলাম (ঈগল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877