শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

রাজধানীতে ভোটার উপস্থিতি সন্তোষজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে ভোটার উপস্থিতি সন্তোষজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

রাজধানীতে ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রবিবার সকালে সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁও মনিপুরী পাড়া বাচা ইংলিশ মিডিয়াম স্কুলে ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২১টি ভোটকেন্দ্রে আগুন দেওয়া বড় কোনো ঘটনা নয়। অন্যান্য সময় এর চেয়ে বেশি ঘটনা হয়ে থাকে।

ভোটের পরিবেশ খুব ভালো রয়েছে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, বিজিবি আনসার একই সঙ্গে কাজ করছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা বড় কোনো ঘটনা নয়। ভোটারদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ভোটার উপস্থিতির বিষয়ে তিনি বলেন, সকালের দিকে উপস্থিতি কম থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। ঢাকার ভোটাররা মাইগ্রেশন হয়েছে। গণপরিবহন চালু রাখা হয়েছে এ কারণে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নাশকতার বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসতে না পেরে অগ্নিসন্ত্রাস করছে। গত ২৪ ঘণ্টায় ২১টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে। ট্রেনে গান পাউডার মারছে। বাসে আগুন দিচ্ছে। ভোটকেন্দ্রে হামলা করছে। মানুষকে পুড়িয়ে মারছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877