স্বদেশ ডেস্ক:
ক্যারিবিয়ান দ্বীপ বেকিয়ার কাছে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মার্কিন অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার ও তার দুই মেয়ে মাদিতা ও অনিক। তাদের বয়স যথাক্রমে ১২ ও ১০ বছর। রবার্ট স্যাকস চালাচ্ছিলেন ছোট বিমানটি। দুর্ভাগ্যজনকভাবে, বিমানটি আকাশে ওঠার অল্প সময়ের মধ্যেই সমস্যার সম্মুখীন হয় এবং বেকিয়া সংলগ্ন ক্যারিবিয়ান জলসীমায় পড়ে যায়। স্থানীয় জেলে ও ডুবুরিরা ঘটনাস্থলে ছুটে গেলেও তাদের কাউকে বাঁচানো যায়নি। পাইলট রবার্ট স্যাকসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার কারণ এখনও রহস্যের আড়ালে রয়ে গেছে। স্যাকস আকাশে ওড়ার পরেই বিমানে হওয়া সমস্যা সম্পর্কে রেডিও বার্তায় জানিয়েছিলেন। তবে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই বিধ্বংসী ঘটনার কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে।
৫১ বছর বয়সী ক্রিশ্চিয়ান অলিভার ‘স্পিড রেসার’ ও ‘ভালকিরি’র মতো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সম্প্রতি ইন্ডিয়ানা জোনসের সর্বশেষ সিনেমায় অভিনয় করেছেন, যা বিনোদন শিল্পে একটি অবিস্মরণীয় ছাপ রেখেছে।