শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক গণমাধ্যমে বেনাপোল এক্সপ্রেসের আগুন

আন্তর্জাতিক গণমাধ্যমে বেনাপোল এক্সপ্রেসের আগুন

স্বদেশ ডেস্ক:

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে রাজধানী ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। শুক্রবার রাতের ভয়াবহ এ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে মারা গেছেন চারজন। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

খবরটি দেশের পাশাপাশি ব্যাপকভাবে প্রচার হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মেগাসিটির প্রধান রেল টার্মিনালের কাছে ঢাকার পুরনো অংশের গোপীবাগে ট্রেনটিতে আগুন লাগে। বাংলাদেশের ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রেনের চারটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। ট্রেনটিতে কয়েকজন ভারতীয় নাগরিকও ভ্রমণ করছিলেন বলে জানায় এনডিটিভি।

আরেক ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, বাংলাদেশের রাজধানী ঢাকার গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। দেশটির সাধারণ নির্বাচনের মাত্র দুদিন আগে এমন অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্রের এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রায়ই নির্বাচনকে ঘিরে সহিংসতা দেখা যায়। দেশটিতে আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশে যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর যশোর থেকে রাজধানী ঢাকায় আসা বেনাপোল এক্সপ্রেসের অন্তত চারটি বগিতে আগুন লেগেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে ট্রেনে আগুনের ঘটনায় দেশটিতে উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। দেশটির কয়েকটি বিরোধী দল নির্বাচন বয়কট করেছে এবং তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়, শুক্রবার একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগার পর বাংলাদেশে পাঁচজন নিহত হয়েছেন। দেশটিতে নির্বাচনের আগে যাত্রীবাহী ট্রেনে এমন আগুন লাগার ঘটনা নাশকতাই মনে হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877