স্বদেশ ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।এদিন দেশবাসীকে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের দুদিন আগে আমি আহ্বান করছি সারা বাংলাদেশের মানুষকে। নির্বাচনে আপনারা যোগ্য এবং আপনাদের প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, নির্বাচনই একমাত্র পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে সরকার এবং আপনার নির্বাচিত প্রার্থীকে নির্বাচিত করে আপনার সংসদে দেখতে পাবেন। সেজন্যই আপনার নৈতিক দায়িত্ব আপনার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।’
‘আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন, আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আপনি আপনার নৈতিক দায়িত্বটা সঙ্গে সঙ্গে পালন করবেন’, যোগ করেন আসাদুজ্জামান খান কামাল।