স্বদেশ ডেস্ক:
নারায়ণগঞ্জের সমাবেশে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দীর্ঘ প্রায় ১৫ বছর পর তিনি এখানে এলেন।
বৃহস্পতিবার (৪ জানুয়রি) বিকেল সোয়া ৩টায় শহরের ইসদাইর এলাকায় এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে পৌঁছান তিনি।
এটা প্রধানমন্ত্রীর শেষ নির্বাচনী জনসভা বলে জানা গেছে।
এদিন দুপুর ১২টার পর থেকে হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে সভাস্থলে আসতে থাকেন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা। মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে যায় পুরো এলাকা।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও সমাবেশকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নারায়ণগঞ্জের সর্বত্র।
কঠোর নিরাপত্তা চাদরে আবৃত করা হয়েছে গোটা মহানগরী।
এরআগে সবশেষ ২০১৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওসমানী পৌর স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় নারায়ণগঞ্জ শহরে এসেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।