স্বদেশ ডেস্ক:
আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে আজ বুধবার। গতকাল ডিবি সূত্র তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, তাকে গত ৯ ডিসেম্বর রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পরদিন গত ১০ ডিসেম্বর তমিজী হককে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়। এরপর থেকে তিনি রিহ্যাব সেন্টারেই ছিলেন।
আদম তমিজী হককে গ্রেপ্তারের পর ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘মানসিকভাবে অসুস্থ থাকায় তাকে রিহ্যাবে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। মানসিক পরীক্ষার পর তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’