বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

ভারতে পিকনিকে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ১৪

ভারতে পিকনিকে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ১৪

স্বদেশ ডেস্ক:

পিকনিক করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল ভারতের একটি বাস। ট্রাকের সাথে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছে, আহত ২৭ জন। বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। আসামের দেরগাঁয়ে বুধবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি পিকনিকের উদ্দেশে গোলাঘাট থেকে তিনসুকিয়ার দিকে যাচ্ছিল। ভোর ৫টা নাগাদ আচমকাই উল্টো দিক থেকে আসা কয়লাবোঝাই ট্রাকের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বেশ কয়েকজন মারা যান। বাকি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থা গুরুতর।

এই দুর্ঘটনায় ট্রাক ও বাসের চালক নিহত হয়েছে। আহতদের দেরগাঁও সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং গুরুতর আহতদের জোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জেএমসিএইচ) স্থানান্তরিত করা হয়েছে বলে স্থানীয় প্রশাসনিক কর্তারা জানিয়েছেন।

গোলাঘাটের ডেপুটি কমিশনার পি উদয় প্রবীণ জানিয়েছেন, ‘জাতীয় সডকের একপাশে রাস্তা মেরামতের কাজ চলছিল এবং সেই কারণেই উভয় দিক থেকে যানবাহন ডিভাইডারের অপর পাশ ব্যবহার করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে- ট্রাকটি খুব দ্রুত গতিতে আসছিল, সেটি বাসটিকে ধাক্কা দেয়।

বাসের যাত্রীদের অধিকাংশই ভারালুখুয়া গ্রামের, তারা তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরে এবং সেখান থেকে বগিবিলে পিকনিক করতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

গোলাঘাটের পুলিশ সুপার রাজেন সিং সাংবাদিকদের বলেন, ‘আমরা বাস ও ট্রাক থেকে ১০টি লাশ উদ্ধার করেছি। আহত ২৭ জনের মধ্যে যাদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল, তাদের মধ্যে দু’জন মারা গেছেন। গতি এবং বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে মৃত্যুর একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করা হবে।’
সূত্র : হিন্দুস্তান টাইমস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877