স্বদেশ ডেস্ক:
নতুন বছরের রাত নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কঠোর নির্দেশনা জারি করেছে। ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ৩১শে ডিসেম্বর রাত ১২টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, পাবলিক সমাবেশ ও উৎসবে যেকোনো ধরনের লাইসেন্সকৃত অস্ত্র বহন করা যাবে না।
এছাড়াও, রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তা ও পাবলিক স্থানে কোনো ধরনের সমাবেশ বা উৎসব অনুষ্ঠিত করা যাবে না। খোলা মাঠে কোনো অনুষ্ঠান, সমাবেশ, নাচ, গান বা যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। কোনো পটকা, বাজি বা ফানুস উড়ানো, কেনাবেচা করা যাবে না।
সন্ধ্যা ৬টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো বহিরাগত বা গাড়ি প্রবেশ করতে পারবে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার থাকা গাড়ি পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ৩১ ডিসেম্বর ২০২৩ সালে সন্ধ্যা ৮টার মধ্যে তাদের নিজ এলাকায় ফিরে আসবেন এবং রাত ৮টার পর প্রবেশে পরিচয়পত্র দেখাতে হবে।
সন্ধ্যা ৮টার পর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষেধ থাকবে। তবে, এলাকায় বসবাসকারী নাগরিকরা কামাল আতাতুর্ক এভিনিউ (কাকলি ক্রসিং) এবং মহাখালী আমতালি ক্রসিং দিয়ে নির্ধারিত সময়ের পর পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন।
নিরাপত্তার কথা বিবেচনা করে গুলশান, বনানী, বারিধারা আবাসিক এলাকায় বসবাসকারী নাগরিকদের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৮টার মধ্যে নিজ এলাকায় ফিরে আসার অনুরোধ করা হয়েছে। হাতিরঝিল এলাকায় সন্ধ্যা ৬টার পর কোনো সমাবেশ বা অনুষ্ঠান করা যাবে না এবং কোনো গাড়ি থামানো বা রাখা যাবে না।
ডিএমপির কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘নতুন বছরের রাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা জনসাধারণের সহযোগিতা কামনা করছি।’