উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বাস, মোটরসাইকেল, ইজিবাইক ও টমটম নিয়ে পৌর বাস টার্মিনাল, সিকিরবাজার হাইস্কুল মাঠ ও মতির মোড়ে জড়ো হয়েছেন। সেখান থেকে ঢাক-ঢোল ও বাঁশি বাজিয়ে নেচে গেয়ে মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন।
স্বদেশ ডেস্ক:
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বাস, মোটরসাইকেল, ইজিবাইক ও টমটম নিয়ে পৌর বাস টার্মিনাল, সিকিরবাজার হাইস্কুল মাঠ ও মতির মোড়ে জড়ো হয়েছেন। সেখান থেকে ঢাক-ঢোল ও বাঁশি বাজিয়ে নেচে গেয়ে মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন।
সকাল ১০টায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ জনসভা। এতে সভাপতিত্ব করছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস।
বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে বক্তব্য রাখবেন।