স্বদেশ ডেস্ক:
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেজন্য এবার নতুন বছরের প্রথম দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন হচ্ছে না। নির্বাচনের কারণে বাণিজ্যমেলা ১৫ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবার এ কথা জানিয়েছে বাণিজ্য মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
সাধারণত, নতুন বছরের প্রথমদিনেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হয়ে থাকে। তবে ২০২৪ সালের বাণিজ্য মেলা আগামী ১৫ জানুয়ারি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইপিবি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো সচিব ও মেলার পরিচালক বিবেক সরকার জানিয়েছেন, মেলা আয়োজনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। দেশি-বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নামে স্টল বরাদ্দ দেওয়ার কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ওপর।
ইপিবি সচিব বলেন, আসছে ১৫ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর শুরু করতে সর্বাত্মক চেষ্টা চলাচ্ছি আমরা। তবে সেটি জাতীয় নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সরকার গঠনসহ সার্বিক বিষয়ের ওপর নির্ভর করছে।
বিগত দুই বছর ধরে ঢাকার অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) আয়োজিত হচ্ছে বাণিজ্য মেলা। জানুয়ারিতে তৃতীয়বারের মতো মেলার আয়োজন হতে যাচ্ছে সেখানে।
এর আগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বসতো শেরেবাংলা নগরে। করোনা মহামারির কারণে ২০২১ সালে এক বছর মেলার আয়োজন করা যায়নি। মহামারির বিধিনিষেধের মধ্যেই ২০২২ সালে প্রথমবার মেলা বসে পূর্বাচলে।
রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে ১৪ কিমি পূর্ব দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা লাগোয়া পূর্বাচলে মেলায় যাতায়াতের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করে থাকে মেলা কর্তৃপক্ষ।
প্রতি বছর ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, হংকং, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, নেপালসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা পণ্য নিয়ে হাজির হন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায়।