বিশ্বকাপে নিজ নিজ দ্বিতীয় ম্যাচে সোমবার ট্রেন্টব্রিজে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তান। এই ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিং করতে পাঠিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।
প্রথম ম্যাচ হেরে যাওয়া পাকিস্তান এই ম্যাচে একাদশে দুটো পরিবর্তন এনেছে। দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। আরো ফিরেছেন হাডহিটার আসিফ আলী। প্রথম ম্যাচের দল থেকে বাদ পড়েছেন হারিস সোহেল ও স্পিনার ইমাদ ওয়াসিম।
ইংল্যান্ড এই ম্যাচে দলে ফিরিয়েছে পেসার মার্ক উডকে। আগের ম্যাচে শর্টবলের বিপরীতে পাকিস্তানের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই তাকে দলে নেয়া হয়েছে, কারড শর্টবল ও বাউন্সার দিতে পটু।
ট্রেন্টব্রিজের মাঠে সব সময়ই বড় স্কোর হয়। এখানকার পিচ ব্যাটিং সহায়ক। টিং স্বর্গ হিসেবে বিবেচিত ট্রেন্টব্রিজের এ মাঠেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দু’বার সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ইংল্যান্ড।