বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরে এডিপির সর্বোচ্চ ৩৮৮০৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে এলজিইডি বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুবাইয়ে বিদেশীদের গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশীও সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলের নির্দেশ বহাল ফের আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় উপজেলা নির্বাচন জনগণের সাথে প্রতারণা করার নির্বাচন : রিজভী মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক
মার্কিন নির্বাচন : বাইডেনের গাজা নীতির বিরোধী অধিকাংশ ভোটার

মার্কিন নির্বাচন : বাইডেনের গাজা নীতির বিরোধী অধিকাংশ ভোটার

স্বদেশ ডেস্ক:

আসছে মার্কিন নির্বাচন। এ নিয়ে শুরু হয়েছে নানা জরিপ। ইতোমধ্যে নানা গণমাধ্যম তাদের জরিপ প্রকাশিত হয়েছে। এবার জরিপ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের একটি টিম। তাদের জরিপে উঠে এসেছে যে প্রেসিডেন্ট বাইডেনের গাজা নীতি পছন্দ করেন না অধিকাংশ মার্কিন ভোটার।

প্রতিবেদনে বলা হয়, জরিপে যেসব ভোটার অংশ নিয়েছে, তাদের অন্তত ৫৭ ভাগ গাজা যুদ্ধের বিষয়ে বাইডেনের নীতির উপর আপত্তি জানিয়েছে। আর মাত্র ৩৮ ভাগ বলেছেন, যেকোনো সঙ্কটে দেশকে মুক্ত করার জন্য সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন অধিক উপযুক্ত।

জরিপে বলা হয়েছে, বাইডেনের সমালোচনায় সবচেয়ে বেশি সরব হয়েছে তরুণ ভোটাররা। ১৮ থেকে ২৯ বছর বয়সী ভোটারদের অন্তত তিন-চতুর্থাংশ বাইডেনের গাজা নীতির সমালোচনা করেছে।

উল্লেখ্য, গাজা যুদ্ধে ইসরাইলকে অকুণ্ঠ সমর্থন ও সামরিক সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে ইসরাইল ১৯ হাজারের অধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা শুরু হয়। ফলে পররর্তী প্রেসিডেন্ট হিসেবে প্রগতিশীল ডেমোক্র্যাটকে পছন্দ করছে মার্কিন ভোটাররা।

সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877