স্বদেশ ডেস্ক:
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের সাধারণ মানুষ।
আজ শনিবার সকাল থেকেই ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে ব্যানার-ফেস্টুন ও পুষ্পার্ঘ্য নিয়ে লাখো মানুষ হাজির হন স্মৃতিসৌধ এলাকায়। এসময় সারিবদ্ধভাবে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে পুষ্পার্ঘ্য নিবেদন মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে, সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। জাতীয় স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানো শেষে জাতীয় স্মৃতিসৌধ সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বেলা বাড়ার সাথে সাথে স্মৃতিসৌধ এলাকায় লোক সমাগম বাড়তে থাকে। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
শীতকে উপেক্ষা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে শ্রদ্ধা জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ সব বয়সের মানুষ। এসময় অনেকের কপালে লাল-সবুজ রঙে জাতীয় পতাকা অঙ্কনসহ হাতেও উড়ছিল জাতীয় পতাকা। পোশাকেও লাল-সবুজের বাহারি উপস্থিতি।
এদিকে বিজয় দিবসে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা জনসাধারণ শ্রদ্ধা জানানো লোকজনের জন্য স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।