মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন

‘জিয়ার শাসনামলে খুন হওয়া বীর মুক্তিযোদ্ধাদের বিচারের রিট দ্রুত সমাধান হবে’

‘জিয়ার শাসনামলে খুন হওয়া বীর মুক্তিযোদ্ধাদের বিচারের রিট দ্রুত সমাধান হবে’

স্বদেশ ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জিয়ার শাসনামলে খুন হওয়া বীর মুক্তিযোদ্ধাদের বিচারের রিট দ্রুত সমাধান হবে। তার কারণ— আপনারা যার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অভিভাবকত্বে আছেন, তিনিও একজন ভুক্তভোগী। তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে এই চেইন অব কিলিং শুরু করে জিয়াউর রহমান ও খুনি মোশতাক।’

আজ শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘মায়ের কান্না’ আয়োজিত ‘খুনি জিয়ার শাসন আমলে গুম খুনের শিকার বীর মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘এই খুনিরা একটা জিনিস জানে না যে আল্লাহ সব অন্যায়ের বিচার করেন। সুতরাং এই নির্মম হত্যাকাণ্ডের বিচার আপনারা পাবেন। প্রশ্ন উঠেছে— মরণোত্তর বিচার হয় কি না? উত্তর হচ্ছে— না। এ রকম বিচারে দোষীকে সাজা দেওয়া যায় না এবং তার আত্মপক্ষ সমর্থনেরও কোনো সুযোগ থাকে না।’

তিনি বলেন, ‘তাই বলে কি তাদের বিচার হবে না? হবে, এই যে ‘‘মায়ের কান্না’’ যে আন্দোলন শুরু করেছে, এর মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম খুনিদের ধিক্কার জানাবে, সেটাই হবে বড় বিচার। রিটে বলা হয়েছে স্বীকৃতি প্রদানের কথা, সেটাও দেওয়া হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এশিয়াটিক সোসাইটির সভাপতি বজলুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেইন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877