মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

টিকে গেলেন শাহজাহান ওমর

টিকে গেলেন শাহজাহান ওমর

স্বদেশ ডেস্ক:

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী ও বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ রায় দেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

এর আগে হলফনামায় মামলার তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন সংশ্লিষ্ট এলাকার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির।

শাহজাহান ওমর বলেন, মিথ্যা হলফনামা দেয়ার অভ্যাস আমার নেই। তারা যেটা বলেছেন সেটা মিথ্যা কথা। আমি ন্যায়বিচার পেয়েছি।

তিনি আরো বলেন, ছোটবেলা থেকে নির্বাচন করে আসছি। ইনশাআল্লাহ আবার নির্বাচন করব। হাবিবুল আউয়াল আমার জানাশোনা। এই সিইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি আশা করি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন শাহজাহান ওমর। তিনি এক সময় আইন প্রতিমন্ত্রীও ছিলেন। গত ৪ নভেম্বর রাতে শাহজাহান ওমরকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ঢাকার নিউমার্কেট থানার বাসে আগুন দেয়ার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় তাকে।

প্রায় চার সপ্তাহ কারাবন্দী থাকার পর জামিন পান শাহজাহান ওমর। কারামুক্ত হয়েই বিএনপি ছাড়েন। আওয়ামী লীগে যোগ দিয়ে শোরগোল ফেলে দেন। এরপর ঝালকাঠি–১ আসনে তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877