মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

গাজায় বাড়িঘর ও জাতিসঙ্ঘের স্কুলে ব্যাপক হামলা ইসরাইলের

গাজায় বাড়িঘর ও জাতিসঙ্ঘের স্কুলে ব্যাপক হামলা ইসরাইলের

স্বদেশ ডেস্ক:

গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসে বাড়িঘর ও জাতিসঙ্ঘ পরিচালিত স্কুলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল।

শুক্রবারের এ হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৫ জন। সেখানকার নাসের হাসপাতাল এ তথ্য নিশ্চিত করেছে।

আলজাজিরার সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, ব্যাপক বোমাবর্ষণে হতাহতদের মধ্যে নারী-শিশুও রয়েছে। জাতিসঙ্ঘ পরিচালিত স্কুলটিতে বাস্তুচ্যুত লোকজন অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছিলেন।

এদিকে, রাফাহ থেকে আলজাজিরার সংবাদদাতা জানিয়েছেন, খান ইউনিসে ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে ব্যাপক লড়াই চলছে।

ওই সংবাদদাতা আরো জানিয়েছেন, আহত লোকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গিয়ে দেখেন তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে। তাদের অনেক স্বজন ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। তবে যন্ত্রপাতির অভাবে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হচ্ছে না।

গাজাযুদ্ধে হতাহতের সর্বশেষ পরিসংখ্যান
গত ৭ অক্টোবর থেকে অব্যাহত ইসরাইলি হামলায় গাজায় নিহত হয়েছেন ১৮ হাজার ৭৮৭ জন। এছাড়া আহত হয়েছেন ৫০ হাজার ৮৯৭ জন।

পশ্চিমতীরে নিহত হয়েছেন ২৮৯ জন এবং আহত হয়েছেন ৩ হাজার ৩৬৫ জন।

অপরদিকে, গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলি নিহত হয়েছেন ১ হাজার ১৪৭ জন। যদিও প্রথমে জানানো হয়েছিল যে নিহতের সংখ্যা ১৪০০। আহত হয়েছেন ৮ হাজার ৭৩০ জন। এছাড়া ইসরাইলি সৈন্য নিহত হয়েছে ৪৪৮ জন।

সূত্র : আলজাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877