স্বদেশ ডেস্ক:
হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড়ে হাড় কাঁপানো শীত পড়েছে। সারারাত কুয়াশায় ঢাকা ছিল। আজ মঙ্গলবার সকালে তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার।
সকাল ৭টার পর্যন্ত কুয়াশায় প্রকৃতি ঢাকা ছিল। দেরিতে হলেও ধীরে ধীরে শীত নামতে শুরু করেছে।
গতকাল সোমবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কাছাকাছি চলে আসায় রাতের বেলা তীব্র শীত অনুভূত হচ্ছে।