মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন

২৫ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ক্যারিবীয়দের

২৫ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ক্যারিবীয়দের

স্বদেশ ডেস্ক:

২০০৭ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয় করল ওয়েস্ট ইন্ডিজ। আর নিজেদের মাঠে তো দীর্ঘ ২৫ বছর পর ইংল্যান্ডকে এই সংস্করণে সিরিজ হারের স্বাদ দিল ক্যারিবীয়রা। তিন ম্যাচ সিরিজেরতৃতীয় ও শেষ ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪ উইকেটে জয় পায় উইন্ডিজ।

গতকাল ব্রিজটাউনে দুই ঘণ্টার বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৪৩ ওভারে। ম্যাচ শুরুর পর আবার বৃষ্টি হলে খেলা হয় ৪০ ওভার। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ৪০ ওভারে ইংল্যান্ড তোলে ৯ উইকেট ২০৬ রান। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৪ ওভারে ১৮৮ রান, যা ৬ উইকেট হারিয়ে ও ১৪ বল হাতে রেখেই টপকে যায় ক্যারিবীয়রা।

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। যেখানে অভিষিক্ত ম্যাথু ফর্ডের বোলিং তোপে ধসে পড়ে ইংলিশদের টপ অর্ডার। পরে বেন ডাকেটের ফিফটিতে ৪০ ওভারে ২০৬ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। ৭৩ বলে ৭১ রান করেন ডাকেট। এছাড়া ৪৫ রান আসে লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে।

ক্যারিবিয়ানদের হয়ে মাত্র ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন ডানহাতি পেসার ফর্ড। এছাড়া আলজারি জোসেফ তিনটি ও রোমারিও শেফার্ডের শিকার দুটি উইকেট।

জবাবে ব্যাট করতে নামা স্বাগতিকরা কেসি কার্টির ফিফটি ও অ্যালিক অ্যাথানেজের ৪৫ রানে জয়ের পথেই ছিল। কিন্তু মিডল অর্ডারদের ব্যর্থতায় ১৩৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে। তবে এরপর অভিষিক্ত ফর্দেকে নিয়ে হাল ধরেন রোমারিও শেফার্ড। অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ার পথে ২৮ বলে ৪১ রানে ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

বোলিংয়ের পর ব্যাটিংয়ে অপরাজিত ১৩ রানের কার্যকরী ইনিংস খেলায় ম্যাচসেরা হয়েছেন ফর্ড। তিন ম্যাচে ১৯২ রান করে সিরিজ সেরা ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ।

আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে দুদলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877