বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

নিউইয়র্কে এসএটি পরীক্ষায় মামুন’স টিউটোরিয়ালের শিক্ষার্থীদের অসামান্য কৃতিত্ব

নিউইয়র্কে এসএটি পরীক্ষায় মামুন’স টিউটোরিয়ালের শিক্ষার্থীদের অসামান্য কৃতিত্ব

স্বদেশ ডেস্ক:

নিউইয়র্কের মামুন’স টিউটোরিয়ালের স্টুডেন্টরা এসএটি (স্যাট) পরীক্ষায় কৃতিত্বেও স্বাক্ষর রেখেছে। মামুন’স টিউটোরিয়ালের কৃতি শিক্ষার্থী রেহান কাজী ও তাহরিন হোসেন অতি সম্প্রতি অনুষ্ঠিত এসএটি পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। এই টিউটোরিয়াল থেকে অংশ নিয়ে রেহান কাজী ১৬০০-তে ১৫৭০ পেয়েছেন। তিনি ম্যাথে ৮০০-তে ৭৯০ আর ইংরেজিতে ৮০০-এর মধ্যে পেয়েছেন ৭৮০। তাহরিন হোসেনও পেয়েছেন ১৫৭০। তিনি ম্যাথে ৮০০ এর মধ্যে ৮০০ আর ইংরেজিতে পেয়েছেন ৮০০-তে ৭৭০ নম্বর। এছাড়াও সৈয়দ আলী পেয়েছেন ১৫৪০ নম্বর। তিনি ম্যাথে ৮০০ এর মধ্যে ৭৮০ এবং ইংরেজিতে ৮০০ এর মধ্যে ৭৬০ নম্বর পেয়েছেন। শাহরিয়ার হোসেন পেয়েছেন ১৫৪০। ম্যাথে ৮০০ এর মধ্যে ৭৯০ আর ইংরেজিতে পেয়েছেন ৮০০-তে ৭৪০ নম্বর। নেমেরা বিসমা পেয়েছেন ১৫০০। ম্যাথে ৮০০ এর মধ্যে ৭৯০ আর ইংরেজিতে পেয়েছেন ৮০০-তে ৭১০ নম্বর। অন্যান্য শিক্ষার্থীরাও এসএটিতে ভালো নম্বর পেয়েছেন। মামুনস টিউটোরিয়ালের জ্যাকসন হাইটস ও ব্রঙ্কস শাখা থেকে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন। মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন এ তথ্য জানান। এই রেজাল্টে শেখ আল মামুন সহ মামুন’স টিউটোরিয়ালের শিক্ষকবৃন্দ খুবই আনন্দিত।

এদিকে মামুন’স টিউটোরিয়ালের শিক্ষার্থীদের অসামান্য কৃতিত্বে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ উপলক্ষ্যে গত ২৬ নভেম্বর রোববার মামুন’স টিউটোরিয়ালের জ্যাকসন হাইটস শাখায় কৃতি শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা জানান মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন। এসময় কৃতি শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেখ আল মামুন বলেন, এসএটি পরীক্ষায় স্কোর ভালো হলে এবং জিপিএ ফোর থাকলে ভালো স্কলারশিপ পাওয়া যায়। নিউইয়র্ক সিটি ও স্টেটে নিউইয়র্ক ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটি, কলাম্বিয়া ইউনিভার্সিটিসহ খ্যাতনামা সব ইউনিভার্সিটি এবং সুনি, কিউনির মতো খ্যাতনামা কলেজ ও ইউনিভার্সিটিতে ভালো বিষয়ে সুযোগ পাওয়া ও স্কলারশিপ পাওয়ার জন্য এসএটির ভালো স্কোর অনেক কাজে লাগে। তিনি বলেন, দেখা গেছে যারা এসএটি পরীক্ষায় ভালো স্কোর পেয়েছে তারা এসএটি অপশনাল কলেজে আবেদন করেও ভালো স্কলারশিপ পেয়েছেন। এ কারণে ভালো কলেজে চান্স পেতে এসএটির ওপর গুরুত্ব দিতে আমরা স্টুডেন্টদের পরামর্শ দিচ্ছি।

শেখ আল মামুন জানান, যারা ভালো ফলাফল করেছেন তারা ন্যাশনাল র‌্যাঙ্কিংয়ে ৯৯ শতাংশ নম্বর পেয়েছেন। বিশেষ করে, খ্যাতনামা ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন করার জন্য এটি লাগবে। আর আবেদন বিবেচনার সময়ও এটি দেখা হয়। কারণ এসএটি অপশনাল হলেও ভর্তি প্রতিযোগিতায় এসএটির স্কোর দেখা হয়। এ ছাড়া যারা এসএটিতে ভালো রেজাল্ট করে তাদের মধ্যে একটি আত্মবিশ্বাসও তৈরি হয়। জিপিএ স্কোর ৪ ধরে রাখার আগ্রহ তৈরি হয়। এসএটি স্কোর ভালো হলে এবং জিপিএ ফোর থাকলে ভালো স্কলারশিপ পাওয়া যায়।

তিনি কমিউনিটির অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা মামুন’স টিউটোরিয়ালের ওপর আস্থা রাখুন। মামুন’স টিউটোরিয়ালের গাইড লাইনগুলো ছেলে-মেয়েদের ফলো করান। তাহলে অবশ্যই আপনাদের সন্তানরা ভালো রেজাল্ট করতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877