সর্বশেষ তাঁর নাম জড়িয়েছে ‘আশিকি ২’ অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে। বহুবার দুজনকে হাত ধরাধরি করে চলতে দেখা গেছে।
স্বদেশ ডেস্ক:
সর্বশেষ তাঁর নাম জড়িয়েছে ‘আশিকি ২’ অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে। বহুবার দুজনকে হাত ধরাধরি করে চলতে দেখা গেছে।
আলোকচিত্রীরা সুযোগটা মিস করলেন না! সেই ছবি ও ভিডিও অন্তর্জালে আসতেই হামলে পড়লেন নেটিজেনরা। অনেকেই অনুমান করে নিয়েছেন, আদিত্যর সঙ্গে সম্পর্কটাকে আকারে-ঈঙ্গিতে আনুষ্ঠানিক করে তুলছেন অনন্যা। যাকে বলে, মুখে না বলে অন্যভাবে বোঝানো।
তবে মন্তব্যের ঘরেই প্রকাশিত হলো আসল সত্যটি। এই ‘কাপুর’ আদিত্যর পদবি নয়, ডিজাইনার ধ্রুব কাপুরের লোগো। যাঁর ব্র্যান্ডের টি-শার্ট পরেছিলেন অনন্যা!