স্বদেশ ডেস্ক:
ইউক্রেনের একটি মাইনে বিস্ফোরণে এক রুশ জেনারেল নিহত হয়েছেন। ক্রেমলিনপন্থী একাধিক সূত্র এ কথা জানিয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, ৪৫ বছর বয়সী মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি ১৪তম সেনা কোরের ডেপুটি কমান্ডার ছিলেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। মস্কোর সেই আগ্রাসনের পর থেকে ইউক্রেনে কমপক্ষে ছয়জন রাশিয়ান জেনারেল নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে।
তবে মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কির নিহতের বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো কথা বলা হয়নি এবং ওই ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা নিয়ে পরস্পরবিরোধী রিপোর্ট রয়েছে।
এর আগে, বেশ কয়েক দফায় সিনিয়র সেনা কর্মকর্তাদের মৃত্যুর বিষয়ে তাদের ঘনিষ্ঠ আত্মীয়রা প্রকাশ্যে কথা বলার পরেও রাশিয়ার এই মন্ত্রণালয় থেকে ওই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
খবরে বলা হয়, মেজর জেনারেল জাভাদস্কি বুধবার বিকেলে নিহত হন।
সূত্র : বিবিসি