সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন

সুব্রত চৌধুরীর ‘কংগ্রেসনাল প্রোক্লেমেশন’ লাভ

সুব্রত চৌধুরীর ‘কংগ্রেসনাল প্রোক্লেমেশন’ লাভ

স্বদেশ ডেস্ক: নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী ‘কংগ্রেসনাল প্রোক্লেমেশন’ লাভ করেছেন। আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিদের প্রবাস জীবনের কর্মকাণ্ড সহ অন্যান্য কমিউনিটির সংবাদ দেশের ও প্রবাসের বাংলা গনমাধ্যম ও মূলধারার গনমাধ্যমে তুলে ধরা সহ কমিউনিটি সেবায় তাঁর নিরলস ভূমিকা ও অবদানের জন্য ‘কংগ্রেসনাল প্রোক্লেমেশন’ লাভ করেছেন। নিউজারসি রাজ্যের ২য় কংগ্রেসনাল জেলার কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ সুব্রত চৌধুরীকে এই ‘কংগ্রেসনাল প্রোক্লেমেশন’ প্রদান করেন। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ এর কমিউনিটি রিলেশন পরিচালক ডারউড পিনকেট কংগ্রেসম্যান এর মেইসল্যান্ডিংস্থ অফিসে সুব্রত চৌধুরীর হাতে এই ‘কংগ্রেসনাল প্রোক্লেমেশন’ তুলে দেন।

সুব্রত চৌধুরী সাংবদিকতার পাশাপাশি ছড়া, গল্প লিখে থাকেন,অনুবাদক হিসাবেও তাঁর খ্যাতি আছে।ইতোমধ্যে ছড়া গ্রন্থ ‘বিশ্ব বেহায়া’ ও ‘আতু বুতু কাতু কুতু’ শিরোনামে তাঁর রূপকথার বই প্রকাশিত হয়েছে। আবৃত্তি শিল্পী হিসাবে প্রবাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সদর্প বিচরণ রয়েছে।আটলান্টিক সিটির পরিচিত ও প্রিয় মুখ সুব্রত চৌধুরী সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন।বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি, এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল),ন্যাশনাল এসোসিয়েশন ফর দ্য এডভান্সমেণ্ট অব কালারড পিপল (এনএএসিপি),সাউথ জার্সি পয়েটস কালেকটিভ,হিসপ্যানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন।তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন।সুব্রত চৌধুরী ইউনাইটেড স্টেট প্রেস এজেন্সি (ইউএসপিএ)র একজন গর্বিত সদস্য ও আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের একজন সদস্য। তিনি প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন,সাপ্তাহিক ঠিকানা,এসি টাইমস ,এটিএন বাংলা টেলিভিশন,বাংলা টিভি, টাইম টেলিভিশন সহ বিভিন্ন অনলাইন পএিকায় নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন। সাংবাদিক সুব্রত চৌধুরী সম্মাননা পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন নিউজারসি রাজ্যের এসেম্বলীম্যান ভিন্স ম্যাজিও,এসেম্বলীম্যান জন আরমাতো, আটলান্টিক সিটির কাউন্সিলর কলিম শাহবাজ, কাউনসিলর এম ও ডেলগাডো, কাউনসিলর জিমি চ্যাং, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি লাবলু আনসার,এটিএন বাংলা ইউএসএর প্রধান কানু দত্ত, এসি টাইমস সম্পাদক আরল হারভে,কাক আটলান্টিক সম্পাদক সাঈদ দোহা, এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) কেন্দ্রীয় কমিটির সভাপতি মাফ মিসবাহউদদীন, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলম খোকা, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাঞ্চণ বল, সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক সোহেল আহমদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য ফারুক হোসেন,বাংলাদেশ আমেরিকা রিপাবলিকান পার্টির সহসভাপতি রওশন উদদীন, সাধারন সম্পাদক শেখ শিমুল ,সাউথ জারসি পয়েটস কালেকটিভ এর প্রধান মিসেস এমারি ডি রোজারিও, বাংলাদেশ আমেরিকা লায়ন্স ক্লাবের সাধারন সম্পাদক ফারুক তালুকদার,রোটারি ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি ফারনান্দো ফারনান্দেজ ,বেঙ্গল ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম ফেরদৌস,সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান, বিএনপি অব নিউজারসি স্টেট (সাউথ) এর আহবায়ক মো: গিয়াসউদদীন,সদস্য সচিব মো: দিদার,হিসপ্যানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভাপতি বার্ট লোপেজ, লা কাসা ডোমিনিকানা নিউজারসি ইনক এর সভাপতি লুইস রড্রিগেজ,মুনা আটলান্টিক সিটি চ্যাপ্টার এর সভাপতি ওবায়ুদুল্লাহ চৌধুরী, মসজিদ আল হেরার খতিব ডঃ রুহুল আমিন, মসজিদ আল হেরার সভাপতি জসীমউদদীন,রাধা কৃষ্ণ মন্দির এর কর্মকর্তা কনক রাউথ ও লিটন ধর,জাগরনী কালচারাল সোসাইটির ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান গোপাল ঘোষ, ফ্রি হোল্ডার প্রারথী সুমন মজুমদার,কাউন্সিলর প্রারথী মো: হোসাইন মোর্শেদ, আনজুম জিয়া প্রমুখ। উল্লেখ্য, সুব্রত চৌধুরী আগামী পাঁচ নভেম্বর অনুষ্ঠিতব্য আটলান্টিক সিটি ইস্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877