শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

চড়া দাম অ্যানিমেলের টিকিটের

চড়া দাম অ্যানিমেলের টিকিটের

স্বদেশ ডেস্ক:

দীর্ঘদিনের অপেক্ষার পর টানটান উত্তেজনার দুর্দান্ত এক ট্রেলার। সিনেমাপ্রেমীদের জন্য আর কী চাই? প্রকাশ হয়ে গেল রণবীর কাপুরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’-এর ট্রেলার। বৃহস্পতিবার নির্মাতারা আসন্ন সিনেমাটির ট্রেলার উন্মোচন করেছেন। আর ট্রেলারে রীতিমতো রোমাঞ্চকর এক দুর্ধর্ষ যাত্রার প্রতিশ্রুতি দিচ্ছে অ্যানিমেল।

 যার ফলে সিনেমাটি ঘিরে দর্শক প্রত্যাশা এখন তুঙ্গে। 

এদিকে সিনেমাটির দর্শক চাহিদা পূরণ করতে ২৫ নভেম্বর অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সিনেমাটি। বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি ‘অ্যানিমেল’।

আর সিনেমার টিকিটের দামেই বোঝা যাচ্ছে, ‘অ্যানিমেল’ ঘিরে হাইপ এখন কী পরিমাণ! 

জানা গেছে, দিল্লি এবং মুম্বাইয়ে সিনেমাটির টিকিটের দাম ২২০০ রুপি পর্যন্ত করা হয়েছে। দিল্লি-এনসিআর অঞ্চলে টিকিটের দাম ২৫০ রুপি থেকে শুরু এবং একটি প্রথম শ্রেণির সিটের জন্য ২২০০ রুপি পর্যন্ত দাম নির্ধারিত করা হয়েছে। প্রথম শ্রেণির সিটের দাম সাধারণত ৯০০ থেকে ১৮০০ রুপি পর্যন্ত হয়। এ ক্ষেত্রে অ্যানিমেলের দাম আকাশছোঁয়া হতে যাচ্ছে।

মাল্টিপ্লেক্স চেইনে সাধারণ বসার টিকিটের দামও বেশি করা হয়েছে। প্রায় ৬৫০ রুপি পর্যন্ত। 

দিল্লির মতো মুম্বাইয়ে টিকিটের দাম একই। সর্বোচ্চ ২২০০ রুপি পর্যন্ত পৌঁছেছে।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর।

তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর ও তৃপ্তি দিমরি। 

‘ব্রহ্মাস্ত্র’ ও ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’-এর সফলতার পর রণবীর কাপুর এ বছরের সবচেয়ে আলোচিত পারফরম্যান্স দিতে যাচ্ছেন তাঁর আসন্ন চলচ্চিত্র ‘অ্যানিমেল’-এ। লেখক-পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটির ট্রেলারে সেই আভাসই পাওয়া যাচ্ছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877