স্বদেশ ডেস্ক:
এদিকে সিনেমাটির দর্শক চাহিদা পূরণ করতে ২৫ নভেম্বর অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সিনেমাটি। বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি ‘অ্যানিমেল’।
জানা গেছে, দিল্লি এবং মুম্বাইয়ে সিনেমাটির টিকিটের দাম ২২০০ রুপি পর্যন্ত করা হয়েছে। দিল্লি-এনসিআর অঞ্চলে টিকিটের দাম ২৫০ রুপি থেকে শুরু এবং একটি প্রথম শ্রেণির সিটের জন্য ২২০০ রুপি পর্যন্ত দাম নির্ধারিত করা হয়েছে। প্রথম শ্রেণির সিটের দাম সাধারণত ৯০০ থেকে ১৮০০ রুপি পর্যন্ত হয়। এ ক্ষেত্রে অ্যানিমেলের দাম আকাশছোঁয়া হতে যাচ্ছে।
দিল্লির মতো মুম্বাইয়ে টিকিটের দাম একই। সর্বোচ্চ ২২০০ রুপি পর্যন্ত পৌঁছেছে।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর।
‘ব্রহ্মাস্ত্র’ ও ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’-এর সফলতার পর রণবীর কাপুর এ বছরের সবচেয়ে আলোচিত পারফরম্যান্স দিতে যাচ্ছেন তাঁর আসন্ন চলচ্চিত্র ‘অ্যানিমেল’-এ। লেখক-পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটির ট্রেলারে সেই আভাসই পাওয়া যাচ্ছে।
সূত্র : ইন্ডিয়া টুডে