শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

বর্তমান সরকারের উদ্যোগে স্বাক্ষরতার হার বেড়েছে: প্রধানমন্ত্রী

বর্তমান সরকারের উদ্যোগে স্বাক্ষরতার হার বেড়েছে: প্রধানমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত সরকার গঠন করার পর অগ্নিসন্ত্রাস, কোভিড-১৯, জ্বালাও পোড়াও, প্রাকৃতিক দুর্যোগ অনেক কিছু অতিক্রম করেও আজকে আমাদের শিক্ষার হার ৭৬.০৮ ভাগে উন্নিত করতে সক্ষম হয়েছি। এটা সব থেকে বড় অর্জন।’

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৪ সালে আন্দোলনের নামে বহু স্কুল-কালেজ পুড়িয়ে দেয় বিএনপি-জামায়াত।’

আগুন সন্ত্রাসের মাঝেও সঠিক সময়ে ফল প্রকাশ করায় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আবারও অগ্নিসন্ত্রাস, অবরোধ শুরু হয়েছে। তারপরেও সেগুলো অতিক্রম করে ঠিক সময় ফলটা আপনারা প্রকাশ করতে পেরেছেন। সে জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।’

অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা ভালো রেজাল্ট করতে পারেনি বা উত্তীর্ণ হতে পারেনি, এখানে হতাশ হবার কিছু নেই। অভিভাবক বা শিক্ষকদের বলছি, যারা উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে সহানুভূতি দেখাতে হবে। তারা যে পারেনি সেজন্য তাদের গালমন্দ করা যাবে না। যে পারেনি তারও মনে কষ্ট আছে। তার মনে সাহস নিয়ে আসেন। সে যাতে আরও বেশি মনোযোগী হতে পারে সে চেষ্টাই করতে হবে।’

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষাসচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877