স্বদেশ ডেস্ক:
বেশ কিছুদিন ধরে বলিউডে বচ্চন পরিবারের অন্দরের নানা গুঞ্জন নিয়ে চলছে আলোচনা। কয়েক দিন আগেই শোনা গিয়েছিল, বচ্চন বাড়ি ছেড়ে নাকি বাবার বাড়িতেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার জানা গেল, অমিতাভ বচ্চন তার মেয়ে শ্বেতা বচ্চনকে ৫০ কোটি রুপির বাংলো উপহার দিয়েছেন।
দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন মেয়ে শ্বেতাকে উপহার স্বরূপ লিখে দিয়েছেন তার সাধের বাড়ি ‘প্রতীক্ষা’। অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন অভিনেতাকে এই বাংলোটি উপহার দেন।
তারই ধারাবাহিকতায় বলা যেতে পারে, অভিনেতার প্রথম সম্পত্তি এই বাংলোটি। বাবা-মায়ের সঙ্গে এই বাড়িতেই অমিতাভ থাকতেন। গত ৮ নভেম্বর এই গিফ্ট ডিড সই করা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে গিফ্ট ডিডেন নথির ছবিও প্রকাশ্যে এসেছে।
‘প্রতীক্ষা’য় দুটি অংশ রয়েছে। একটি ৮৯০.৪৭ স্কয়ার ফুটের। অন্যটি ৬৭৪ স্কয়ার ফুট। এই গিফ্ট ডিডের জন্য ৫০.৬৫ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে। এই বাংলোর দাম আনুমানিক ৫০ কোটি। অমিতাভ এবং জয়া যৌথভাবে তাদের মেয়ে শ্বেতাকে এই বাংলো উপহার দিলেন দীপাবলিতে।
তবে কি বচ্চনদের অন্দরের মনোমালিন্যের জেরেই শুরু হয়েছে সম্পত্তির ভাগ-বাটোয়ারা? আর সে জন্যই কি দীপাবলির পুজোতে এলেন না ঐশ্বরিয়া? এমন নানা জল্পনা-কল্পনা ঘুরপাক করছে বলিপাড়ায়।
শুধু তাই নয়, ভক্তদের মনেও এমন নানান প্রশ্ন রহস্যের দানা বেঁধেছে। তবে এর উত্তর রয়েছে শুধু বচ্চনদের কাছেই।