স্বদেশ ডেস্ক:
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় গতকাল শুক্রবার থেকে চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইতিমধ্যে হামাস ২৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। অন্যদিকে ইসরায়েল মুক্তি দিয়েছে ৩৯ জন ফিলিস্তিনি বন্দীকে। এর মাধ্যমে টানা ৪৮ দিন পর গাজায় কোনো বোমাবর্ষণ, গোলাগুলি হচ্ছে না। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী হুঁশিয়ারি বার্তা দিয়েছে, যুদ্ধবিরতির পর তারা হামাসকে নির্মূল না করা পর্যন্ত অভিযান বন্ধ করবে না।
গালফ স্টাডিজ সেন্টারের পরিচালক ও কাতার বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্যের সমসাময়িক রাজনীতির বিষয়ক অধ্যাপক মাহজুব জুইরি বলেছেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চার দিনের যুদ্ধবিরতি শেষে গাজায় তাদের সামরিক আক্রমণ পুনরায় শুরু না করার জন্য তীব্র চাপের মধ্যে আছে।’
আল জাজিরাকে তিনি আরও বলেছেন, ‘গতকাল গাজা উপত্যকা থেকে গাজার ধ্বংসাত্বক ও বেসামরিক লোকদের স্থাপনার গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য সামনে এসেছে। এটা অনেক দুঃখজনক এবং আমি মনে করি এতে মানুষের মধ্যে ব্যাপক প্রভাব পড়বে।’
‘এটা স্পষ্ট যে এই অভিযান চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কোনো ইচ্ছা নেই কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন তারা অভিযান চালানোর জন্য প্রস্তুত। ইসরায়েলের এখন দুইটি লক্ষ্য। এক, হামাসকে দুর্বল করে দেওয়া এবং জিম্মিদের মুক্ত করে আনা’ , বলেন মাহজুব জুইরি।