বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

মিরসরাইয়ে লরির ধাক্কায় ৩ শ্রমিক নিহত

মিরসরাইয়ে লরির ধাক্কায় ৩ শ্রমিক নিহত

স্বদেশ ডেস্ক:

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস বিসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- পাবনা জেলার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো: আলমগীর হোসেন (৪৫), একই থানার রায়পুর এলাকার মালেক বেপারির ছেলে মো: শফিকুল ইসলাম (৪২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫)। নিহত সবাই কর্ণফুলী গ্যাস লাইনের কাজে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির লরি ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানেই মারা যান। দুর্ঘটনায় আরো এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় চমেকে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী লরির ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। লরিটি জব্দ করে থানায় নিয়ে আসা হলেও চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ইনচার্জ সোহেল সরকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877