রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে ৯ দলের শীর্ষ নেতার সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ৯ দলের শীর্ষ নেতার সাক্ষাৎ

স্বদেশ ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ৯টি রাজনৈতিক দলের শীর্ষ ১৪ নেতার একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান।

এ সময় জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন নেতারা। একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষে প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন পদক্ষেপের জন্য তারা ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের প্রশংসা করেন নেতারা। পরে প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে একটি ক্যালিওগ্রাফি উপহার দেন।

সাক্ষাতে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলি হল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রীম পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877