রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

এবার যুক্তরাষ্ট্রে শিখ নেতাকে হত্যার যড়যন্ত্র, ভারতকে মার্কিন হুঁশিয়ারি

এবার যুক্তরাষ্ট্রে শিখ নেতাকে হত্যার যড়যন্ত্র, ভারতকে মার্কিন হুঁশিয়ারি

স্বদেশ ডেস্ক:

মাস পাঁচেক আগেই কানাডার মাটিতে খুন হয়েছেন ভারতের শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার। কানাডীয় সরকারের অভিযোগ, ওই হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত। বিষয়টি নিয়ে দুই দেশের সম্পর্কের চরম টানাপোড়েন না কাটতেই এবার আমেরিকার মাটিতে এক শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্র ফাঁস হয়েছে। ওই ঘটনায় নয়াদিল্লি সরকার জড়িত অভিযোগ তুলে ভারতকে সতর্ক করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। খবর রয়টার্সের।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতের শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করেছে মার্কিন সরকার। পান্নুন যুক্তরাষ্ট্র ও কানাডার একজন দ্বৈত নাগরিক।

হোয়াইট হাউস বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র এ হত্যার ষড়যন্ত্রকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং ভারত সরকারের সর্বোচ্চপর্যায়ে বিষয়টি উত্থাপন করা হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ওয়াটসন আরও বলেন, ভারতীয় কর্মকর্তাদের এই ঘটনা সম্পর্কে জানানো হলে তারা আশ্চর্য হন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, এই ধরনের কার্যকলাপ তাদের নীতিতে নেই।

ওয়াটসন বলেন, যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে ঘটনাটি উত্থাপিত হয়েছে। শুধু তাই নয়, সর্বোচ্চ পর্যায়ে জানানো হয়েছে। আমরা এই সমস্যাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি।

হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেন, আমরা আশা করছি, ভারত সরকার এই ঘটনার অধিকতর তদন্ত করবে এবং আগামী দিনে এ সম্পর্কে আমাদের বিশদ জানাবে। আমরা আমাদের প্রত্যাশা জানিয়েছি, চক্রান্তে জড়িতদের জবাবদিহির আওতায় আনবে ভারত।

এ বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ওয়াশিংটন অপরাধ, বন্দুকধারী, সন্ত্রাসবাদী সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করেছে, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

চলতি বছরের জুনে কানাডার ভ্যাংকুভারে খুন হন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার। কানাডার অভিযোগ, ওই হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ রয়েছে। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। তবে ওই ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে কূটনীতিক প্রত্যাহারের ঘটনাও ঘটে।

এরইমধ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে আরেক শিখ নেতা পান্নুন হত্যার ষড়যন্ত্র ফাঁস হলো। ঘটনাটি এমন সময়ে সামনে এলো যখন, গত সোমবার পান্নুনের বিরদ্ধে একটি মামলা দায়ের করেছে ভারতের সন্ত্রাস বিরোধী সংস্থা।

ভারতের অভিযোগ, চলতি মাসে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও বার্তায় এয়ার ইন্ডিয়ার বিমানযাত্রীদের জীবনের হুমকি দিয়েছেন পান্নুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877