স্বদেশ ডেস্ক:
গাজায় ইসরাইলের হামলার প্রতি মার্কিন নাগরিকদের সমর্থন সমর্থন ব্যাপকভাবে কমে গেছে বলে আল জাজিরাকে বলেছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরা সেদিক। তিনি বলেছেন, বিশেষ করে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থনে ধস নেমেছে।
জরিপের কথা উল্লেখ করে এই অধ্যাপক বলেন, এই বয়স গ্রুপের বেশির ভাগ ভোটার ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার ইসরাইলি প্রতিক্রিয়া এবং ইসরাইলে আরো বেশি মার্কিন সহায়তা পাঠানো- উভয়টির বিরোধিতা করেছে।
আসন্ন মার্কিন নির্বাচনের ব্যাপারে তিনি বলেন, মিশিগানে বিপুলসংখ্যক আরব ও মুসলিম লোকজন আছে। এই সুইয়িং স্টেটটি বাইডেনের পুনঃনির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
তিনি বলেন, ২০২০ সালে বাইডেন মিশিগানে একেবারে সামান্য ব্যবধানে জিতেছিলেন। এর অর্থ হলো, আগামী বছরের নির্বাচনে তার একেবারে প্রতিটি ভোটের দরকার। তবে সাম্প্রতিক জরিপে দেখা গেছে, রাজ্যটির বিপুলসংখ্যক মুসলিম তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি জানান, ‘গাজার বর্তমান পরিস্থিতি তিনি যেভাবে সামাল দিচ্ছেন, তা ৯৫ ভাগ লোক সমর্থন করছে না।’
ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধে সকল দেশের প্রতি আহ্বান সৌদি ক্রাউন প্রিন্সের
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইসরাইলে অস্ত্র রফতানি থেকে বিরত থাকার জন্য সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বিশেষ ব্রিকস শীর্ষ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
ইসরাইল-হামাস সঙ্ঘাতে অভিন্ন অবস্থান গ্রহণের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের এই ভার্চুয়াল সম্মেলন আয়োচন করা হয়। এতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকাসহ উদীয়মান অর্থনীতির দেশগুলো অংশ নেয়। চলতি বছরের প্রথম দিকে ব্রিকসে যোগ দিতে রিয়াদের প্রতি আহ্বান জানানো হয়।
এতে সৌদি আরব ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্তরিক এবং ব্যাপকভিত্তিক শান্তিপ্রক্রিয়া শুরু করার আহ্বান জানায়।
সৌদি ক্রাউন প্রিন্স বলেন, ‘সৌদি আরবের অবস্থান অভিন্ন এবং দৃঢ়; দ্বিরাষ্ট্রের সাথে সম্পর্কিত আন্তর্জাতিক সিদ্ধান্তগুলো বাস্তবায়ন ছাড়া ফিলিস্তিনের নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের আর কোনো পথ নেই।
তিনি আবারো গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযান প্রত্যাখ্যান করে অবিলম্বে তা বন্ধ করতে বলেন।
তিনি বলেন, গাজায় যে ‘বর্বর অপরাধ’ চলছে, তা বন্ধ করতে সম্মিলিত প্রয়াসের প্রয়োজন।
তিনি গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের ধারণা প্রত্যাখ্যান করে উপত্যকার মানবিক অবস্থার আর অবনতি বন্ধ করতে সম্মিলিত প্রয়াস গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে তা বন্ধ করার জন্য সৌদি আরব বিরামহীন চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্র : আল জাজিরা এবং আরাবিয়া নিউজ