শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

ফেনীতে ছাত্রদলের মশাল মিছিলে গুলি, আহত ১২

ফেনীতে ছাত্রদলের মশাল মিছিলে গুলি, আহত ১২

স্বদেশ ডেস্ক:

অবরোধের সমর্থনে ফেনী শহরের বড় মসজিদ-সংলগ্ন এলাকায় ছাত্রদলের মশাল মিছিলে গুলিবিদ্ধসহ ১০ থেকে ১২ জন হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের পক্ষ থেকে হামলার জন্য পুলিশ এবং যুবলীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। ত‌বে আহতদের পরিচয় প্রকাশ করেনি তারা।

আহতদের গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে বলে ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে।

তবে পুলিশের পক্ষ থেকে গুলি করার বিষয়টি অস্বীকার করা হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন জানান, ‘রাত ৮টার দিকে পশ্চিম উকিলপাড়া এালাকার পানির টাংকি এলাকা থেকে অবরোধের সমর্থনে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলে ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন। মিছিলটি তাকিয়া রোড় হয়ে ট্রাংক রোডের বড় মসজিদের সামনে পৌঁছলে পুলিশ ও যুবলীগের নেতাকর্মীরা ধাওয়া করে গুলি ছুঁড়তে থাকে। এতে মিছিলে অংশ নেয়া ১০ থেকে ১২ জন আহত হয়।’

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মাহফুজুর রহমান জানান, ‘পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর হওয়া একটি সিএনজি-অটোরিকশা পায়। পুলিশের পক্ষ থেকে গুলি করার বিষয়টি জানা নেই। তবে কে বা কারা গুলি করছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877