স্বদেশ ডেস্ক:
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়য়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল গাজা উপত্যকার হাসপাতালগুলোতে ইচ্ছাকৃতভাবে বোমাবর্ষণ করে গাজাবাসীদের মনোবল ভাঙার চেষ্টা করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার বিভিন্ন হাসপাতালে বারবার এবং ইচ্ছাকৃত ইসরায়েলি বাহিনীর হামলার কথা উল্লেখ করে তিনি এই মন্তব্য করেছেন।
২০ নভেম্বর, সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেছেন, ইসরায়েল এবং তার সমর্থকরা শিশু, নারী ও বয়স্কদের বিরুদ্ধে আধুনিক যুদ্ধের সব হাতিয়ার ব্যবহার করছে। মানবতার বিবেকের সামনে তাদের বিচার করা হবে।
তিনি যোগ করেন, ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ এই ছিটমহলটি মধ্যযুগীয় ক্রুসেড এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো নৃশংসতা ও নিষ্ঠুরতা দেখেছে।
এরদোয়ান জানিয়েছেন, তুরস্ক একমাত্র দেশ ইসরায়েল যাকে ইহুদিবিরোধী হিসেবে আখ্যা দিতে পারে না। তিনি বলেছেন, ‘তুরস্কের অতীত ইতিহাসে এমন লজ্জার ঘটনা আপনি দেখতে পাবেন না।’
এদিকে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ‘গাজায় যা ঘটছে তাতে যদি আমরা প্রতিক্রিয়া না দেখাই, তাহলে আমরা আগামীকাল ধর্মান্ধ দখলদারকে আমাদের নিজেদের ভূমিতে পৌঁছাতে বাধা দিতে পারব না।’
উল্লেখ্য, ৭ অক্টোবরে ইসরায়েল গাজায় বোমাবর্ষণ শুরু করার পর থেকে সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৯ হাজারের বেশি নারী ও শিশু রয়েছে। এছাড়া ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। অপরদিকে হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি মারা গেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি