শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

‘নাশকতাকারীরা যেখানেই থাকুক, খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে’

‘নাশকতাকারীরা যেখানেই থাকুক, খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে’

স্বদেশ ডেস্ক:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (ডিবি) হারুন অর রশীদ বলেছেন, ‘আপনারা যে অগ্নিসন্ত্রাসের পথটি বেছে নিয়েছেন জনগণের স্বার্থে, দেশের স্বার্থে সেটি থেকে সরে আসুন। অন্যথায় নাশকতাকারীরা যেখানেই থাকুক, তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।’

আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিবি হারুন বলেন, ‘তারা বোমা নিক্ষেপ করছেন, ককটেল নিক্ষেপ করছেন, বাসে আগুন দিচ্ছেন- এগুলো তো ফৌজদারি অপরাধ করছেন। তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তারা যদি মনে করেন রক্ষা পাবেন, আমরা বারবার বলেছি- তারা যেখানেই থাকুক আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি ছিল। নাশকতাকারীরা সাধারণ জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য, বিচারকদের ভয় দেখাতে আদালতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে।’

হরুন অর রশীদ বলেন, ‘নাশকতাকারীরা যে পথটি বেছে নিয়েছেন, তা ফৌজদারি অপরাধ। তারা মনে করছেন কিছুদিন লুকিয়ে থাকলে মনে হয় পার পেয়ে যাবেন। লুকিয়ে থাকলে পার পাওয়া যাবে না। আমাদের কাছে সকল নম্বর রয়েছে। আমরা অনেককেই গ্রেপ্তার করেছি। বাকি যারা আছে তাদেরও গ্রেপ্তার করবো।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877