শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

পদত্যাগপত্র গ্রহণ না করা পর্যন্ত দায়িত্ব পালন করব: মোস্তাফা জব্বার

পদত্যাগপত্র গ্রহণ না করা পর্যন্ত দায়িত্ব পালন করব: মোস্তাফা জব্বার

স্বদেশ ডেস্ক:

পদত্যাগপত্র গ্রহণ না করা পর্যন্ত দায়িত্ব পালন করে যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘পদত্যাগ জমা দিয়েছি, সেটা কখন গৃহীত হবে সেটি মন্ত্রীপরিষদ সচিব জানেন।’

তিনি আরও জানান, টেকনোক্র্যাট মন্ত্রীদের প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশনা দিয়েছেন বলে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর মন্ত্রীপরিষদ বিভাগ থেকে তাকে কল করে পদত্যাগপত্র দিতে বলা হয়।

মোস্তাফা জব্বার বলেন, ‘গতবারও প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশনা দেন। এবারও নির্দেশনা দিয়েছেন। বলা হয়েছে, পদত্যাগপত্র গ্রহণ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনে কোনো বাধা নেই। আজও আমি চারটি ফাইল সই করেছি। পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাব। গতবারও তাই করেছি।’

উল্লেখ্য, গতকাল রবিবার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম পদত্যাগপত্র জমা দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877