স্বদেশ ডেস্ক:
ইসরাইলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। বুধবার হামাসের বিরুদ্ধে ইসরাইল সরকারের দুর্বল যুদ্ধ পরিচালনার জন্য তাকে এ আহ্বান জানান।
ইয়েশ আতিদ পার্টির নেতা ল্যাপিড চ্যালেন ১২ নিউজে বলেন, ‘এখনি যুদ্ধের সময়, নেতানিয়াহুকে যেতে হবে।’
যুদ্ধের শুরু থেকে প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুতির আহ্বান জানান।
তিনি বলেন, ’আমরা লিকুদ পার্টির অন্য একজন প্রার্থীর অধীনে (সরকারে)।’
ইয়ার ল্যাপিড দাবি করেন, তিনি এই বিষয়ে ক্ষমতাসীন দলের নেতাদের সাথে আলোচনা করছেন।
তিনি বলেন, ‘সেখানে অনেক লোক আছে যারা বুঝতে পারছে যে দেশ খারাপের দিকে আগাচ্ছে।’
ল্যাপিড জানান, তিনি লিকুদের নেতৃত্বে অতি-অর্থোডক্স পার্টি, আভিগডর লিবারম্যানের ইজরাইল বেতেনু ও বেনি গ্যান্টজের জাতীয় ঐক্য নিয়ে একটি জাতীয় পুনর্গঠন সরকার তৈরি করতে প্রস্তুত।
কিন্তু জোর দিয়ে বলেন, ‘নেতানিয়াহু এর নেতৃত্ব দিতে পারবেন না।’
সূত্র : টাইমস অব ইসরাইল