রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা রাজধানীতে ৩৪ চোরাই মোবাইলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে স্লিপ গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেপ্তারের নির্দেশ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি অন্তঃসত্ত্বা সাংবাদিককেও হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে সিরিয়ায় আসাদের ‘বিশ্বস্ত’ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ
প্রথমবারের মতো গাজায় জ্বালানি ট্রাকের প্রবেশ

প্রথমবারের মতো গাজায় জ্বালানি ট্রাকের প্রবেশ

স্বদেশ ডেস্ক:

গাজা উপত্যকায় ইসরাইলি হামলা শুরুর পর বুধবার প্রথমবারের মতো সেখানে একটি জ্বালাটি ট্রাক প্রবেশ করেছে। ইসরাইলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) অনুমোদনে প্রায় ২০ হাজার লিটার ডিজেনবাহী ট্রাকটি মিসর থেকে গাজায় প্রবেশ করে। গাজায় তীব্র জ্বালানি সঙ্কট চলছে।

জাতিসঙ্ঘ ত্রাণ সংস্থা ইউএনডব্লিউআরএ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এই জ্বালানি কেবল জাতিসঙ্ঘ ব্যবহার করবে, হাসপাতালে ব্যবহার করা যাবে না। উল্লেখ্য, জ্বালানির অভাবে গাজার হাসপাতালগুলো বন্ধ হয়ে গেছে, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টগুলো অকার্যকর হয়ে পড়েছে, আবর্জনা অবসারণ করা যচ্ছে না, এমনকি যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে।

ইউএনডব্লিউআরএ গাজায় মানবিক সহায়তার কাজ করে থাকে।

ইউএনডব্লিউআরএর যোগাযোগবিষয়ক নির্বাহী পরিচালক তামারা আল রিফাই জানিয়েছে, গাজার প্রতিদিন ৫০০ ট্রাকভর্তি সাহায্যসামগ্রী, জ্বালানি এবং অন্যান্য সামগ্রীর প্রয়োজন। কিন্তু এখন তারা প্রতিদিন পাচ্ছে মাত্র ৩০ ট্রাকের মতো। এই পরিমাণ সহায়তা একেবারেই নগণ্য।

জাতিসঙ্ঘ সাহায্য সংস্থা জানিয়েছে, আরো দুটি জ্বালানিভর্তি ট্রাক রাফা ক্রসিংয়ে অপেক্ষা করছে। তবে এগুলো কখন গাজায় প্রবেশের অনুমতি পাবে, তা নিশ্চিত নয়।

উল্লেখ্য, গাজায় কোনো কিছু প্রবেশ করতে হলে ইসরাইলি বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয়। ফলে অনেক সময় ব্যয় হয়।

সূত্র : আইএএনএস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877