শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরে এডিপির সর্বোচ্চ ৩৮৮০৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে এলজিইডি বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুবাইয়ে বিদেশীদের গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশীও সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলের নির্দেশ বহাল ফের আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় উপজেলা নির্বাচন জনগণের সাথে প্রতারণা করার নির্বাচন : রিজভী মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক
‘রাজনৈতিক পরিস্থিতি জটিল হলে সমস্ত দায় ইসির’

‘রাজনৈতিক পরিস্থিতি জটিল হলে সমস্ত দায় ইসির’

স্বদেশ ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক পরিস্থিতি জটিল হলে তার সমস্ত দায় নির্বাচন কমিশনের (ইসি) ওপর পড়বে বলে জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের বর্ধিত ভবনের সামনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ইসির উদ্দেশে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘যেখানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ঠিক হয়নি, সেখানে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার মাধ্যমে আমি মনে করি দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে; যেটা দেশের জন্য সুখকর নয়। সামনে যে পরিস্থিতির সৃষ্টি হবে, রাজনৈতিক অবস্থা যদি জটিল হয়, সমস্ত দায়-দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর পড়বে।’

তিনি বলেন, ‘আপনারা (ইসির সংশ্লিষ্টরা) নির্বাচনী তফসিল ঘোষণা করবেন না দয়া করে। যদি আপনারা না পারেন, সরকার যদি চাপ দেয়, আপনারা পদত্যাগ করুন। দেশকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান। মানুষের ভোটাধিকার নিশ্চিত করুন। এটাই আমার দাবি, দলের পক্ষ থেকে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের করা সংলাপের আহ্বানের বিষয়ে বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, ‘আমেরিকান রাষ্ট্রদূত চিঠি দিয়েছেন। ২০১৪ সালে টেলিফোনে ডায়ালগ হয়েছিল। তারা ভোটারবিহীন নির্বাচন করেছে। ২০১৮ সালে ডায়ালগ হয়েছিল, গণভবনে সবাই গিয়েছিল আলোচনা করতে। প্রধানমন্ত্রী নিজেও কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে, নির্বাচন সঠিক হবে, সুন্দর হবে, ফেয়ার হবে কিন্তু ফেয়ার হয়নি। আগের দিন রাতের বেলা ভোট হয়ে গেছে।’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘তাদের ভোটাররা বিশ্বাস করে না, কোনো রাজনৈতিক দল বিশ্বাস করে না। তাদের সঙ্গে আলোচনা করলেও, আমি মনে করি বৃথা; কোনো লাভ হবে না।’

আপনারা কি শর্তহীন সংলাপে মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করছেন— এমন প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘সরকার এবারও নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র করছে। আমাদের সব জাতীয় নেতাদের গ্রেপ্তার করে, নির্বাচনকালীন সরকারের ফয়সালা না করে যদি শিডিউল ঘোষণা করা হয়; আমি মনে করি, আওয়ামী লীগের ষড়যন্ত্রের সফল।’

বিএনপি সংলাপে যাবে কি না জানতে চাইলে দলের এ যুগ্ম মহাসচিব বলেন, ‘কার সঙ্গে সংলাপ করবেন? আওয়ামী লীগের বিশ্বাসযোগ্যতা নেই। আমাদের উচ্চপর্যায় চিন্তা-ভাবনা করবে। যদি এ রকম কোনো প্রস্তাব আসে, নির্বাচনকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন না, আওয়ামী লীগ সরকারে থাকবে না— নিশ্চয়ই বিএনপি তখন চিন্তা-ভাবনা করবে।’

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেওয়ার প্রসঙ্গে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘গতকাল একজন পুলিশ অফিসার বলেছেন, পার্টি অফিস খোলা আছে। পার্টি অফিস তারা সিজ করেছে, বিএনপিকে হ্যান্ডওভার করেছে? কেন তারা পার্টি অফিস সিজ করেছিল, ক্রাইম সিন এলাকা ঘোষণা করেছিল? তারা ওঁৎ পেতে আছে, বিএনপি অফিসে কেউ গেলে গ্রেপ্তার করার জন্য। আজকে কয়েকজন পার্টি অফিসের সামনে গেছে, তাদের গ্রেপ্তার করেছে।’

গুঞ্জন শোনা যাচ্ছে, বিএনপি তলে তলে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে যেতে দলের একটি অংশ প্রস্তুত, এটা কতটা সত্য- জানতে চাইলে দলটির এ নেতা বলেন, ‘এটা মোটেও ঠিক না। তলে তলে শব্দটা আওয়ামী লীগ বলেছে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন, ‘‘তলে তলে সব মিল হয়ে গেছে’’। তলে তলে শব্দটাই আওয়ামী লীগের। বিএনপি যা বলে প্রকাশ্যে বলে, বিএনপি জনগণের রাজনীতি করে; তলে তলে কিছু করে না বিএনপি।’

তৃণমূলের কেউ যদি নির্বাচনে যান, আপনাদের পদক্ষেপ কী হবে— জানতে চাইলে ব্যারিস্টার খোকন বলেন, ‘আমি মনে করি, বিবেকবান কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি এই আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877