শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন

তফসিল ঘোষণার আগে বৈঠকে ইসি

তফসিল ঘোষণার আগে বৈঠকে ইসি

স্বদেশ ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে এ নিয়ে কমিশন সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বিকেল ৫টায় বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ইসি।

এ সভা শেষে তফসিল ঘোষণা করবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সেই ভাষণে তিনি সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

আজ সকাল সোয়া ১০টার দিকে নির্বাচন কমিশনের মুখপাত্র ও সচিব মো. জাহাংগীর আলম নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে নির্বাচনের রোডম্যাপ প্রস্তুত করেছে, সে রোডম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছে। আজ বিকেল ৫টায় নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানে তফসিল চূড়ান্ত করা হবে। সন্ধ্যা সাতটায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ভাষণ দেবেন। সেই ভাষণে তিনি সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার থেকেই ইসি ভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে ইসির সামনে ও আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে।

ইসি ভবনের সামনে চারটি দলে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। যা গতকাল বা তার আগে ছিল না।

এ ছাড়া নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও পুলিশি জেরার মধ্যে পড়তে হচ্ছে সবাইকে। পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877