স্বদেশ ডেস্ক:
গাজা ভূখণ্ডে চলমান সংঘাত আশু বন্ধ হওয়া দরকার বলে আবেদন করেছেন পোপ ফ্রান্সিস। এই ‘ভীষণ গুরুতর’ পরিস্থিতিকে লাঘব করতে আহতদের সহায়তা ও মানবিক ত্রাণ দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সাপ্তাহিক প্রার্থনার পর সেন্ট পিটার্স স্কোয়ারে জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আমি ফিলিস্তিন ও ইসরাইলে গুরুতর পরিস্থিতি নিয়ে ক্রমাগত ভেবে চলেছি। সেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছে। ঈশ্বরের দোহাই, আপনারা থামুন, যুদ্ধ বন্ধ করুন, আপনাদের কাছে এই আমার প্রার্থনা।’
তিনি আরো বলেন, ‘আমার আশা, বৃহত্তর সংঘাত এড়াতে সব কিছু করা হবে। আহতদের উদ্ধার করা হবে এবং গাজার জনগণের কাছে ত্রাণ পৌঁছবে। সেখানকার মানবিক পরিস্থিতি ভীষণ গুরুতর।’
পোপ যুদ্ধবিরতি ও পণবন্দীদের মুক্তির জন্য পুনরায় আবেদন করেছেন।
পোপ বলেন, পণবন্দীদের ‘তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।’
পাশাপাশি তিনি যোগ করেন, শিশুদের কথা ভাবুন। ইউক্রেন বা অন্যান্য সংঘাতের মতো এই যুদ্ধে শিশুদের ভবিষ্যতকে হত্যা করা হচ্ছে।
৮৬ বছর বয়সী ফ্রান্সিস ইতোমধ্যেই মানবিক করিডর তৈরির কথা বলেছেন। তিনি বলেন, ইসরাইল-হামাসের যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে দ্বি-রাষ্ট্র সমাধান-সূত্র প্রয়োজন।