বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

বনশ্রীতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ ১

বনশ্রীতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ ১

স্বদেশ ডেস্ক:

রাজধানীর বনশ্রী এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মো: সবুজ (৩০) নামে একজন দগ্ধ হয়েছেন। তিনি রমজান পরিবহনের বাসের চালক।

রোববার সকাল ৭টার দিকে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় সবুজকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকালের দিকে সবুজ নামে দগ্ধ অবস্থায় বাসের একজন চালক আমাদের জরুরি বিভাগে আসে। তার শরীরে ২৮% দগ্ধ রয়েছে এবং তার শ্বাসনালী পুড়ে গেছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’

দগ্ধ সবুজের স্ত্রী রাশেদা বেগম বলেন, ‘খবর পেয়ে সকালের দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসি। আমার স্বামী রমজান বাসের ড্রাইভার ছিলেন। সকালে বাড্ডা থেকে তিনি অছিম পরিবহনে করে মেরাদিয়া যাচ্ছিলেন। সেখানে রমজান পরিবহনটি রাখা ছিল।’

এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানিয়েছেন খিলগাঁও থানার পেট্রোল পরিদর্শক ইউসুফ আলী চৌধুরী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877