স্বদেশ ডেস্ক:
মেক্সিকো সরকার সোমবার জানিয়েছে যে- হারিকেন ওটিসের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১০০ এ পৌঁছেছে। ক্যাটাগরি পাঁচ মাত্রার সামুদ্রিক ঝড়টি গত বুধবার ঘণ্টায় ২৬৬ কিলোমিটার বেগে আকাপুলকোতে আঘাত হানে।
ঝড়ে অনেক বাড়ি, হোটেল, দোকান বিধ্বস্ত হয়। শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক হিসেব অনুযায়ী, ১৫ বিলিয়ন ডলার পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
আমেরিকা, ব্রিটেন এবং কানাডার ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
সরকারের সরবরাহ করা পানির জন্য দীর্ঘ লাইন দেখা যায়। কিছু বাসিন্দা অভিযোগ করেন, সরকার যথেষ্ঠ ত্রাণ দেয়নি।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রেডোর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে সেখানকার বাসিন্দাদের মৌলিক চাহিদা মেটানো হয়।
মেক্সিকো দুর্গত এলাকায় প্রায় ১৭ হাজার সেনা পাঠিয়েছে ত্রাণ সরবরাহ এবং শান্তি বজায় রাখার জন্য। তবে সঙ্কট কাটেনি।