শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হঠাৎ নির্বাচন কমিশনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

হঠাৎ নির্বাচন কমিশনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে বৈঠক করেছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সিইসির সাথে সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে মার্কিন দূতাবাসের কর্মকর্তা আর্তুরো হাইনসও উপস্থিত ছিলেন।

প্রধান নিবার্চন কমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ধারণা করা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও এ ব্যাপারে ইসির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পিটার হাস বৈঠকে ছিলেন সিইসির কক্ষে।

এর আগে চলতি বছরের ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন রাষ্ট্রদূত পিটার হাস।

ওই বৈঠক শেষে কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সঙ্কট বিরাজ করছে তা রাজনৈতিক। এর সাথে আমাদের কাজের কোনো সংঘাত নেই। কিন্তু এ সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে।

ওই বৈঠক শেষে পিটার হাস বলেছিলেন, আমি সিইসিকে জানিয়েছি, অক্টোবরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র একটি প্রি-অ্যাসেসমেন্ট প্রি-ইলেকশন মনিটরিং টিম পাঠাবে। এ বিশেষজ্ঞ টিমে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা থাকবেন। যাদের নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে অভিজ্ঞতা রয়েছে। অবাধ, সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে। এছাড়া, সিইসির সাথে বৈঠকে আরপিওর সর্বশেষ সংশোধন, নতুন দল নিবন্ধনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877