শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে বোরাক বাসে আগুন

ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে বোরাক বাসে আগুন

স্বদেশ ডেস্ক:

বিএনপি’র ডাকা তিন দিনব্যাপী অবরোধের প্রথম দিনই ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মুন্সিখোলা জোড়া গ্যাস পাম্প সংলগ্ন সড়কে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী বোরাক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন বাসচালক ইয়ার হোসেন।

বাসচালক ইয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকা থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো- ১৫১৪-৪৭ গাড়িটি পাগলা বাজারে এসে থামে, এ সময় পাগলা বাজার থেকে প্রায় ২০-৩০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।

মুন্সিখোলা জোড়া পাম্প সংলগ্ন মতিনের বালুর ঘাটের সামনে গেলে ৫০ থেকে ৬০ জনের একদল দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় যাত্রীরা তাড়াহুড়া করে গাড়ি থেকে নেমে পড়েন। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানান চালক ইয়ার হোসেন।

বোরাক বাসের মালিক বিপ্লব জানিয়েছেন, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাসটির প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে। এই বাসটি এখন আর চলাচলের উপযোগী নেই।

ঢাকা কদমতলী থানার এস আই মেহেদী হাসান বলেন, আগুন লাগানোর কয়েক মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে ছুটে আসি, এ সময় পথযাত্রীদের নিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনি। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877