শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বন্দরে ২ পিকআপ ভ্যানে আগুন

বন্দরে ২ পিকআপ ভ্যানে আগুন

স্বদেশ ডেস্ক:

বিএনপি ও কয়েকটি দলের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির শুরুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরের দেওয়ানবাগ গেট এলাকায় যানবাহন ভাঙচুর ও দু’টি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে বন্দর স্টিল সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ একদল যুবক এসে মহাসড়কে চলাচলরত যানবাহনে ইটপাটকেল ছুড়ে ও ভাঙচুর শুরু করে। এ সময় দু’টি পিকআপ ভ্যানে তারা আগুন দেয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, যে কেউ অগ্নিসন্ত্রাসের চেষ্টা করবে তাদের ছাড় দেয়া হবে না।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, বিএনপির কেউ আগুন দেয়নি বা ভাঙচুর করেনি। এটি আওয়ামী লীগের কাজ। তারা এ ঘটনা ঘটিয়ে মামলা দায়ের করবে বিএনপির নেতা-কর্মীদের নামে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877