শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, মহাসড়ক অবরোধ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, মহাসড়ক অবরোধ

স্বদেশ ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভে পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়েছে। উত্তেজিত শ্রমিকেরা ফাঁড়ির ফটক, কার্যালয়ের কাচ ও সাইনবোর্ড ভাঙচুর করেছেন।

মঙ্গলবার সকালে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা যানবাহন ভাঙচুর করেন। পুলিশ তাঁদের নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকেরা পুলিশকে ধাওয়া দেন। আত্মরক্ষার্থে পুলিশ ফাঁড়িতে অবস্থান নেয়। এ সময় শ্রমিকেরা পুলিশ ফাঁড়িতে হামলা চালান।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিচালা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে ২৩ অক্টোবর থেকে বিক্ষোভ শুরু করেন। এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়ে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায়। আজ থেকে অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

শ্রমিকদের দাবি, তাদের সর্বনিম্ন বেতন ২৩ হাজার টাকা করা হোক।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877