মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

২৮ অক্টোবর ঘিরে ঢাকায় দেড় হাজার র‌্যাব সদস্য মোতায়েন

২৮ অক্টোবর ঘিরে ঢাকায় দেড় হাজার র‌্যাব সদস্য মোতায়েন

স্বদেশ ডেস্ক:

আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) দেশের বড় দুটি রাজনৈতিক দলের মহাসমাবেশকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় রাজধানীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খন্দকার আল মঈন বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং  যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে শুক্রবার দেড় হাজার র‍্যাব সদস্য কাজ করছে। র‍্যাব সদস্যরা রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা, টহল কার্যক্রম, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করছে।

তিনি বলেন, র‌্যাব-১ রাজধানীর আব্দুল্লাহপুর, রামপুরা, পূর্বাচল ৩০০ ফিট ও আমতলীতে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র‍্যাব-২  রাজধানীর মোহাম্মদপুরের বসিলা, আগারগাঁও ও শিশুমেলার সামনে চেকপোস্ট কার্যক্রম চালাচ্ছে।

এছাড়া, র‍্যাব-৩ রাজধানীর কমলাপুর, সচিবালয় ও নটরডেম কলেজের সামনে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র‍্যাব-৪ রাজধানীর কচুক্ষেত, টেকনিক্যাল, মিরপুর কাজীপাড়া, সাভার ও মানিকগঞ্জে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র‍্যাব-১০ রাজধানীর ডেমরা, পোস্তগোলা ও সায়েদাবাদে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।

এদিকে মহাসমাবেশ কেন্দ্র করে র‌্যাবের পাশাপাশি নয়াপল্টনে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা। এ সময় সুরক্ষা পোশাক পরে পুলিশের বেশকিছু সদস্যকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877