রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

আজ মিট দ্য প্রেস, ২৭ অক্টোবর শুটিং শাকিব ও সোনালের

আজ মিট দ্য প্রেস, ২৭ অক্টোবর শুটিং শাকিব ও সোনালের

স্বদেশ ডেস্ক:

আগামী ২৭ অক্টোবর একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন দেশের চলচ্চিত্র তারকা শাকিব খান ও বলিউড তারকা সোনাল চৌহান। এমনটাই জানিয়েছেন ‘দরদ’ সিনেমার পরিচালক অনন্য মামুন। আজ সন্ধ্যায় মুম্বাই থেকে তিনি দৈনিক কালের কণ্ঠকে বলেন, ‘একটু পরেই আমরা প্রেস কনফারেন্সে যাব। সেখানেই সিনেমাটির বিস্তারিত বলব।

আর আগামী ২৭ অক্টোবর থেকে শুটিংয়ে ঢুকব। টানা কয়েক দিন স্ক্রিপ্ট রিডিং সেশন চলেছে। কালও এটা চলবে।’ 

শাকিব খান ও সোনাল চৌহান
স্ক্রিপ্ট রিডিং সেশনে ব্যস্ত শাকিব খান ও সোনাল চৌহান

গত ২০ অক্টোবর থেকে ভারতের উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে শুটিং শুরুর কথা ছিল অনন্য মামুনের নতুন ছবি ‘দরদ’-এর।

সেখানে প্রথম দিনের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল অভিনেতা শাকিব খানের। কিন্তু ভিসা জটিলতায় সেখানে পৌঁছতে পারেননি শাকিব খানসহ আরো ১৩ জন। রবিররা রাতে সবাই ভিসা হাতে পেয়েছেন। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন শাকিবসহ অন্যরা।
 

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে আরো অভিনয় করার কথা আছে বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখের। ছবিটি বাংলা, হিন্দি, তামিল, মালয়ালাম—এই চার ভাষায় নির্মাণের কথা আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877