শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গাজা পরিস্থিতি নিয়ে এরদোগানকে যা বললেন পুতিন

গাজা পরিস্থিতি নিয়ে এরদোগানকে যা বললেন পুতিন

স্বদেশ ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে ফোনালাপকালে অবরুদ্ধ গাজা পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন।
মঙ্গলবার ক্রেমলিন এ কথা জানিয়েছে।

ক্রেমলিন জানায়, এ সময় তারা ‘গাজা উপত্যকায় বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় এবং সেখানে মানবিক পরিস্থিতির বিপর্যয়কর অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।’

বিবৃতিতে বলা হয়, পুতিন ও এরদোগান আবাসিক এলাকা এবং ধর্মীয় স্থানগুলোতে ইসরাইলের ‘অগ্রহণযোগ্য’ হামলা নিয়েও আলোচনা করেন।

এ দুই নেতা বলেন, রাশিয়া এবং তুরস্কের অবস্থান কার্যত একই। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে তাদের মনোযোগ বেশি।

ইসরাইলি কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরাইলে চালানো হামাসের ভয়াবহ হামলায় কমপক্ষে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছে। হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ইসরাইলে হামাসের হামলার প্রথম দিনে তাদের নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারা হয়।

গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় চালানো ইসরাইলের হামলায় ৫ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের বেশিরভাই বেসামরিক নাগরিক।

এদিকে সোমবার পুতিন গাজায় অবাধে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

রুশ নেতা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি ইরান ও আরব দেশগুলোর নেতাদের সাথেও কথা বলেছেন।
সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877