স্বদেশ ডেস্ক:
আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। আজ বুধবার ঢাকার জনসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
জানা গেছে, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশ থেকে শারদীয় দুর্গাপূজার মধ্যে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানানো হবে। না হলে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করে সরকার পতনের চূড়ান্ত ধাপের আন্দোলন শুরু করবে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।
আরো জানা গেছে, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পূজার মধ্যে মাঠে বড় কোনো কর্মসূচি থাকবে না। তবে এই সময়ে ঘরোয়া কিছু কর্মসূচি থাকতে পারে। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।